শওকত আহমেদ
সাধারণ সম্পাদক
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, ইনক
ঢাকা কৃষি কলেজ, বাংলাদেশ কৃষি ইনষ্টিটিউট ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একই সূত্রে গাঁথা । ১৯৩৮ সালে পূর্ব বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের হাতে স্থাপিত ঢাকা কৃষি কলেজই দেশের প্রথম উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠান । যা পরবর্তীতে বাংলাদেশ কৃষি ইনষ্টিটিউট নামে আত্ম প্রকাশ করে ঢাকার শেরে বাংলা নগরের সবুজ শ্যামলায় এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠান ২০০১ সালে কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। দেশে কৃষি উন্নয়ন ও খাদ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এ প্রতিষ্ঠানের গ্রাজুয়েটদের ভূমিকা প্রধান। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা গর্বিত ।
প্রবাসে বিশেষ করে যুক্তরাষ্ট্রে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক গ্রাজুয়েট বসবাস করছেন। তাদের বিচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়, ফেডারেল, স্টেট ও সিটির চাকুরীতে । ৯৫% শেরে বাংলার গ্রাজুয়েট আমেরিকায় মূলধারার সরকারি চাকুরিতে কর্মরত। সময়ের চাহিদা ও তাগিদেই শেরে বাংলার সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে উঠে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইন্ক (SAUAA) । ইতিমধ্যে এর বয়স ১০ বছর গড়িয়েছে । প্রতিষ্ঠানের ১০ বছর পূর্তিতে আমরা আয়োজন করছি ফ্যামিলি রি-ইউনিয়ন ও নতুন কমিটির অভিষেক প্রকাশ করছি শেরে বাংলা এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর সদস্যদের ডাইরেক্টরীসহ একটি ম্যাগাজিন। আগামীতে এ প্রতিষ্ঠান প্রবাসে বসবাসরত কৃষিবিদদের সেবায় বলিষ্ট ভূমিকা রাখবে বলে দৃঢ়তার সাথে প্রত্যয় প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।