Kbd.-Syed-Mijanur-Rahman
সৈয়দ মিজানুর রহমান

সভাপতি
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক

বাংলাদেশের কৃষির উন্নয়নে সাবেক ঢাকা কৃষি কলেজ, বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য । ঢাকা কৃষি কলেজই উপমহাদেশের প্রথম উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। স্বাধীনতা পূর্ব পর্যন্ত দেশের সকল কৃষি গ্রাজুয়েট/কৃষি বিজ্ঞানী কৃষি কলেজ থেকেই পাশ করেছিলেন। দেশের কৃষি বিপ্লবের পুরধা আমরা।

শেরে বাংলা এ কে ফজলুল হকের বিশেষ উদ্যোগেই ১৯৩৮ সালে ঢাকা কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে কৃষিবিদদের দাবী দাওয়া, পেশাজীবীদের (প্রকৃচি) অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকা কৃষি কলেজের (বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) ছাত্র-ছাত্রী ও গ্রাজুয়েটদের ভূমিকা ছিল সামনের সারিতে । এজন্য আমাদেরকে জেল জুলুম পর্যন্ত বরণ করতে হয়েছে । সেই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র-ছাত্রীদেরই সংগঠন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, ইন্ক । সকলের ঐক্য, সহযোগিতা ও সহমর্মিতার প্রত্যয় নিয়েই আমরা এ সংগঠন গড়েছি। ইতিমধ্যে এর বয়স ১০ বছর গড়িয়েছে। 

তার স্বাক্ষর রেখেছি গত ৫টি বছর । দেশের ৬ জন অসুস্থ কৃষিবিদের সহায়তা প্রদান করেছি। প্রদান করেছি প্রবীণ শিক্ষক প্রফেসর সেলিম আক্তারকে সংবর্ধনা । বনভোজন, বারবি কিউ, ফ্যামিলি রি-ইউনিয়ন করেছি। ঐক্যই আমাদের শক্তি। এ শক্তিতেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, ইন্ক এগিয়ে যাবে।